GSM Notes (Mobile Servicing Training Institute)-এর শুভ উদ্বোধন
GSM Notes (Mobile Servicing Training Institute)-এর শুভ উদ্ধোধন
আল্লাহ তায়ালার অশেষ রহমতে গত ৮ নভেম্বর ২০২০ GSM Notes (Mobile Servicing Training Institute) চট্টগ্রাম, নতুন ব্রিজ শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
স্বল্প সময় এবং স্বল্প টাকার মধ্যে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা GSM Notes Chattogram শাখাতে আগামী ৫ ডিসেম্বর ২০২০ থেকে নিয়মিত Software এবং Hardware এর উপর অনলাইন এবং অফলাইনে প্রথম ব্যাচ চালু হতে যাচ্ছে। ইনশা-আল্লাহ! যারা Software এবং Hardware এর কাজ শিখতে আগ্রহী তাদেরকে আগামী আগামী ৪ ডিসেম্বর ২০২০ এর মধ্যে Student সিট বুকিং দেয়ার জন্য বিশেষভাবে অনুরুধ করা যাচ্ছে।
নিচে কোর্সের বিস্তারিত দেখে উল্লেখিত নাম্বারে যোগাযাগ করে চট্টগ্রাম শাখার প্রথম ব্যাচে আপনার সিটটি এখনি বুকিং করে নিন।
কোর্স সমূহঃ
- Hardware+Software = ২০,০০০ থেকে ২৪০০০ টাকা মাত্র (থাকা খাওয়া সহ)
- Hardware = ১৫০০০ টাকা মাত্র (থাকা খাওয়া সহ)
- Software = ১৩০০০ টাকা মাত্র (থাকা খাওয়া সহ)