GSMN Special Terms (বিশেষ শর্তাবলী)
GSMN এর সকল শর্তাবলীর মধ্যে বিশেষ শর্তাবলী এখানে উল্লেখ্য করা হইল। বিস্তারিত শর্তাবলী জানতে নিচের লিঙ্কে ক্লিক করে জানতে হবে।
- সর্বনিম্ন 2500 টাকা সর্বোচ্চ 6,500 - 10,500 টাকা প্রদান করে জিএসএম নোটস এর GSMN FT মেম্বার/ GSMN Student/ GSMN মেম্বার/ অথবা তিনটি একত্রে GSMN 5 Star মেম্বার হতে GSM Notes (GSMN) এর সকল শর্তাবলী মানতে হবে।
- GSM Notes এর কোন সফটওয়্যার এর খারাপ ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। কোন প্রকার অবৈধ ব্যাবহার করা যাবে না। নিম্নলিখিত কোন শর্ত ভংগ করলে আইননুগত ব্যাবস্থা গ্রহন অথবা কোন প্রকার নটিশ ব্যাতিত মেম্বারশিপ ব্যাতিল করা হবে।
- GSM Notes এর কোন সফটওয়্যার অন্য কোন ওয়েবসাইটে আপলোড বা রিআপলোড এবং বিক্রয় করা যাবে না। করলে GSM Notes যেকোনো মুহূর্তে কোন ধরনের নোটিশ ছাড়াই আইননুগত ব্যাবস্থা গ্রহন বা মেম্বারশিপ বাতিল বা Inactive করা হবে ফলে এই সাইটের সকল সুবিধা থেকে বঞ্চিত হবে।
- GSM Notes FT (ফ্লাশ টুল) নিজের প্রয়োজনে সর্বোচ্চ তিনটি কম্পিউটারে ব্যবহার করতে পারবেন। এর অধিক কম্পিউটারে ব্যবহার করার কারণে সফটওয়্যার ড্যামেজ বা কোন ধরনের ক্ষতিগ্রস্ত হলে GSM Notes কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
- GSM Notes এর সেবা নেয়ার আগে বিবেচনা করে দেখুন। কোনোক্রমেই টাকা ফেরত যোগ্য নয়।
- পরিচয় গুপন রেখে GSM Notes এর সার্ভিস গ্রহন করা যাবে না।
- সার্ভিস তালিকা থেকে আপনি যে সার্ভিসটি গ্রহন করবেন আমরা আপনাকে সেই বিষয়ের উপরে সহযোগিতা করবো ইনশাল্লাহ। তাই অন্যান্য সার্ভিসের জন্য বাড়তি চার্জ দেয়া লাগতে পারে।
- GSMN সার্ভিসের ভালো ব্যাবহার করুন ফলে বছর ব্যাপী বিভিন্ন সুযোগ ও সহযোগিতা পাবেন। অবৈধ ব্যাবহার করার কারনে যেকোনো মুহূর্তে সাময়িক ভাবে কিংবা স্থায়ীভাবে মেম্বারশিপ বাতিল হতে পারে।